প্রিয় পাঠক/ব্লগার,
এই পোস্টে কবি কৌশিক গাঙ্গুলীর দু’টি কবিতা আমার প্রকাশ করলাম । ফেসবুকের মাধ্যমে কবি কৌশিক আমাদের কাছে পাঠিয়েছিলেন অনেকদিন আগে। সময় এবং সুযোগমত আমরা প্রকাশ করলাম। ভালো লাগলে জানাবেন।
— বাংলাব্লগ টিম
কবিতা ——————————————————————————————————————
দেখবেন আমার দুচোখে স্বপ্নের অসুখ ।
বুঝিনা কিভাবে কাটবে জীবন বেপরোয়া ,
এই বাউন্ডুলেপনা আগুন ধরায় না শুধু খ্যাপাটে ঝড় উদাসীন মানুষের মতন ।
তারপর মাষ্টারমশাই কোথায় রাখলেন সেই কাঁটার মুকুট ?
দেখুন আমার সঙ্গে ক্রুশকাঠ,
ছেঁড়া ট্রাউজারের পকেটে খোলামকুচি ।
পৃথিবীর অবশিষ্ট প্রতিটি সবুজ প্রান্তরে আমার তাবু খাটানো আর সারা আকাশজুড়েই রাজত্ব,
গান গেয়ে বেড়াই গলা খুলে কোনো ব্যাকারণ না মেনে প্রাণের তাগিদে ।
যাদের বুকের মধ্যে ঘরবাড়ি,
যাদের হাসির মধ্যে অজস্র মণিমুক্তো,
যারা হৃদয় ছোঁয়া মানুষ – এক পৃথিবী ভালোবাসা,
মাষ্টারমশাই আমরা তাদের শুধুই তাদের ।
বিষন্ন ও নিরন্ন মানুষের বুকে নিষ্ঠুর পরিহাস!
বয়স মানেনা ধর্ষকদের ইতিহাস বিকৃতির সঙ্গে নেশার সহবাস ।
শিল্পায়নে বন্ধ হয় চাষাবাদ ধর্মের নামে বাড়ে মৌলবাদ ।
হিংস্রতার আগুনে পোড়ে বাড়ি অভাবেতে ফাঁকা ভাতের হাড়ি ।
অহংকার আর ক্ষমতার আস্ফালন দেখা যায় ,
যে বসে সিংহাসনে সেই রাবণ হয় – হুজুগের ফুর্তিতে মাতে জনগণ ,
নোংরা রাজনীতিতে বেপরোয়া দুঃশাসন ,
প্রতিবাদ মানে তো লাশ হতে চাওয়া – এইভাবেই বসবাস আসুক গরম হাওয়া ।
যদি হয় কেউ দুখী হোক তবু আসুক কালবৈশাখী ।
– কৌশিক গাঙ্গুলি
ভাতৃঘাতি পারস্পরিক হানাহানি ছেড়ে বাঙালী চলে আসুক এই উন্নয়ন যজ্ঞে
অনেকদিন কিছু পোস্ট করা হয় নি। নানা কারণে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা পার করে এলাম। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়টা কেটে গেছে নানা জিনিস পর্যবেক্ষণের মধ্য দিয়ে। ভার্চুয়াল জগতে নির্বাচন নিয়ে নানা মন্তব্য / মতামত, ভাইরাল হয়ে যাওয়া আমোদপ্রিয় রসিক বাঙালীর কার্টুন, সংবাদ, সমালোচনা ইত্যাদির ঝড় বয়ে গেছে! এখন সব শান্ত! নতুন কোনও ইস্যু নিয়ে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা। তবুও আমরা আতঙ্কিত হয়ে উঠি যখন সংবাদে শুনি যে কেউ আহত হয়েছেন, কেউ মারা গেছেন নির্বাচন উত্তর বা পুর্ব পরিস্থিতিতে। নির্বাচনে হার জিৎ থাকবেই। যাঁরা জিতলেন তাঁরা নতুন সরকার গড়বেন, অনেক দায় দায়িত্ব তাঁদের। যাঁরা হারলেন তাঁদেরও অনেক দায়িত্ব রয়েছে সামনের দিনগুলোতে। পশ্চিমবাংলার উন্নয়নে সকলেরই সমান দায় দায়িত্ব- হাতে হাত মিলিয়ে আমাদের অর্থনীতিকে খাড়া করে তোলার কাজ আজ আমাদের সকলের। তাই এই ভাতৃঘাতি পারস্পরিক হানাহানি ছেড়ে বাঙালী চলে আসুক এই উন্নয়ন যজ্ঞে। আমরা নতুন করে শপথ নিই। শান্তি প্রতিষ্ঠা করি। সকলকে শুভেচ্ছা জানাই!
এই পোস্টে কবি কৌশিক গাঙ্গুলীর দু’টি কবিতা আমার প্রকাশ করলাম । ফেসবুকের মাধ্যমে কবি কৌশিক আমাদের কাছে পাঠিয়েছিলেন অনেকদিন আগে। সময় এবং সুযোগমত আমরা প্রকাশ করলাম। ভালো লাগলে জানাবেন।
— বাংলাব্লগ টিম
কবিতা ——————————————————————————————————————
একটি খোলা চিঠি
আপনার সঙ্গে দেখা হলেই মাষ্টারমশাই,দেখবেন আমার দুচোখে স্বপ্নের অসুখ ।
বুঝিনা কিভাবে কাটবে জীবন বেপরোয়া ,
এই বাউন্ডুলেপনা আগুন ধরায় না শুধু খ্যাপাটে ঝড় উদাসীন মানুষের মতন ।
তারপর মাষ্টারমশাই কোথায় রাখলেন সেই কাঁটার মুকুট ?
দেখুন আমার সঙ্গে ক্রুশকাঠ,
ছেঁড়া ট্রাউজারের পকেটে খোলামকুচি ।
পৃথিবীর অবশিষ্ট প্রতিটি সবুজ প্রান্তরে আমার তাবু খাটানো আর সারা আকাশজুড়েই রাজত্ব,
গান গেয়ে বেড়াই গলা খুলে কোনো ব্যাকারণ না মেনে প্রাণের তাগিদে ।
যাদের বুকের মধ্যে ঘরবাড়ি,
যাদের হাসির মধ্যে অজস্র মণিমুক্তো,
যারা হৃদয় ছোঁয়া মানুষ – এক পৃথিবী ভালোবাসা,
মাষ্টারমশাই আমরা তাদের শুধুই তাদের ।
কালবৈশাখী
সারা দুনিয়াজুড়ে বাড়ে দুর্নীতি আর সন্ত্রাস,বিষন্ন ও নিরন্ন মানুষের বুকে নিষ্ঠুর পরিহাস!
বয়স মানেনা ধর্ষকদের ইতিহাস বিকৃতির সঙ্গে নেশার সহবাস ।
শিল্পায়নে বন্ধ হয় চাষাবাদ ধর্মের নামে বাড়ে মৌলবাদ ।
হিংস্রতার আগুনে পোড়ে বাড়ি অভাবেতে ফাঁকা ভাতের হাড়ি ।
অহংকার আর ক্ষমতার আস্ফালন দেখা যায় ,
যে বসে সিংহাসনে সেই রাবণ হয় – হুজুগের ফুর্তিতে মাতে জনগণ ,
নোংরা রাজনীতিতে বেপরোয়া দুঃশাসন ,
প্রতিবাদ মানে তো লাশ হতে চাওয়া – এইভাবেই বসবাস আসুক গরম হাওয়া ।
যদি হয় কেউ দুখী হোক তবু আসুক কালবৈশাখী ।
– কৌশিক গাঙ্গুলি
Posted in কবিতা, বিভাগবিহীন, সংবাদ, সমাজ
Tagged - কৌশিক গাঙ্গুলি, অনেকদিন কিছু পোস্ট, অর্থনীতিকে খাড়া করে তোলার কাজ, আমরা আতঙ্কিত, উন্নয়ন যজ্ঞে, একটি খোলা চিঠি, কবি কৌশিক গাঙ্গুলী, কবিতা, কালবৈশাখী, কেউ আহত হয়েছেন, কেউ মারা গেছেন, নতুন কোনও ইস্যু, নির্বাচন উত্তর বা পুর্ব পরিস্থিতিতে, পশ্চিমবাংলার উন্নয়নে সকলেরই সমান দায়, প্রিয় পাঠক/ব্লগার, বাংলাব্লগ টিম, বিষয়ঃ নির্বাচন ও কবিতা, ভাতৃঘাতি পারস্পরিক হানাহানি ছেড়ে বাঙালী চলে আসুক এই উন্নয়ন যজ্ঞে, ভার্চুয়াল জগতে নির্বাচন নিয়ে নানা মন্তব্য, শপথ, শান্তি প্রতিষ্ঠা, সকলকে শুভেচ্ছা, সমালোচনা ইত্যাদির ঝড়, সময় এবং সুযোগমত আমরা প্রকাশ করলাম
মন্তব্য দিন
No comments :
Post a Comment