Tuesday, June 7, 2016

বিষয় : চিত্রকলা

Posted (in WP) on

প্রিয় পাঠক/ব্লগার,

সমীর ভট্টাচার্যের ড্রয়িং


সমীর ভট্টাচার্য  জন্ম ১৯৫৭। ১৯৪৭-এর রাজনৈতিক ডামাডোলে পূর্ব বাংলা থেকে উৎখাত হয়ে আসা একটি পরিবারের মেজো সন্তান সমীরের ছেলেবেলা থেকে আজ পর্য়ন্ত দীর্ঘ যাপন উত্তর কলকাতার অলিতে গলিতে গঙ্গার ধারে জীবন যুদ্ধের খাপে খোপে গানে-গল্পে-উপন্যাস-ছবি-কবিতা-রাজনীতি-ছাত্র আন্দোলন-লিটিল ম্যাগ-হকারী-মকারী ও আরও অনেক কিছুর মধ্য দিয়ে বেড়ে ওঠা সমীরের তীব্র রসবোধ প্রাণ প্রাচুর্যে ভরা বিচিত্র জীবনধারা জীবনবোধ তর্কযুদ্ধে প্রতিপক্ষকে কুপোকাত করার অসামান্য দক্ষতা বিশাল বন্ধু-বৃত্তে সাধারণ ও অসাধারণ গুণী মানুষদের কাছে আজও আকর্ষণীয় ও সমাদৃত। অতুলনীয় রবীন্দ্র বা জীবনানন্দ চর্চা সমীরকে তাড়িত করে কোনো এক মহতী জীবন ভাবনায়। প্রচলিত নিয়ম শৃঙ্খলা বাঁধাধরা ছকের বাইরে গিয়ে নিজের মতো করে বেঁচে থাকার তীব্র মদিরাময় আসক্তি স্ব-অধীনতা মনের কেন্দ্রবিন্দুতে থাকা জননীর অনুপ্রেরণা তাঁকে প্রাণীত করে তাঁর নিজস্ব নির্মাণে – কবিতা ও ছবিতে। আমাদের বন্ধু সমীর ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র বর্তমানে নিরলস শিল্প ও কাব্য চর্চায় মগ্ন । জললিপি নামে একটি কাব্যগ্রন্থ পুরস্কৃত ও প্রকাশিত হয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে চলেছে। ছাত্রজীবনের গোড়া থেকেই শিল্পীদল এবং শিল্পপ্রদর্শনীর সঙ্গে জড়িত। তাঁর প্রচুর কাজ যেমন প্রদর্শীত হয়েছে তেমনই সংগৃহিত হয়েছে দেশের নানা প্রান্তে। আমরা এখানে তারই একটি ড্রয়িং উপস্থিত করলাম।

সমীর ভট্টাচার্য  ড্রয়িং-১  কালি ও কলম   ২০০৯
সমীর ভট্টাচার্য   ড্রয়িং-১   কালি ও কলম   ২০০৯

No comments :

Post a Comment