Tuesday, May 31, 2016

বিষয়ঃ প্রদর্শনী

প্রিয় পাঠক/ব্লগার,

নবকুমার চক্রবর্তীর দিল্লীর ললিতকলা অ্যাকাডেমীতে কালোসাদা ছবির প্রদর্শনী

বাই সেক্রেটারী নবকুমার চক্রবর্তীর একটি কালোসাদা ছবি নিয়ে নয়া দিল্লীর ললিতকলা একাডেমীতে আজ থেকে একটি প্রদর্শনী শুরু হতে চলেছে । ৩৫ নম্বর ফিরোজ শা রোডে অবস্থিত রবীন্দ্রভবনের  তিনতলায় গ্যালারী-৮ এ এই প্রদর্শনী চলবে এই মাসের ১০ তারিখ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। গতবছর এই শহরের ত্রিবেণী কলা কেন্দ্রে নবকুমারের প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, এবারে তাঁর দ্বিতীয় একক। গত বছরের ঐ প্রদর্শনী শিল্পী ও শিল্পপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয় হয়েছিল। অনেক কাজের মধ্যে থেকে একটি কাজ বিক্রিও হয়েছিল। এতে নবকুমার উৎসাহ নিয়ে স্টুডিওতে মগ্ন হয় আরও বেশী, এক বছর ধরে কালিকলম নিয়ে ফ্যাব্রিয়ানো নামে কাগজে ছোটো বড়ো মিলিয়ে প্রচুর ছবি এঁকে ফেলে কেননা ওর কাছে কালিকলম হল খুবই প্রিয় মাধ্যম। কিউরেটার কল্লোল রায়ের ক্যাটালগ রাইটিং এই প্রদর্শনীতে বাড়তি সংযোজন। দিল্লীবাসী অপর একজন অগ্রজ শিল্পীবন্ধু সৌমিত্রদা নবকুমারকে খুব সাহায্য করছেন প্রদর্শনীকে সফল করে তুলতে। বাংলাব্লগ এই প্রদর্শনীর সামগ্রিক সাফল্য কামনা করে দর্শকদের স্বাগত জানাচ্ছে প্রদর্শনীতে উপস্থিত হবার জন্য। ধন্যবাদ!

আমন্ত্রণ প্ত্র
আমন্ত্রণ প্ত্র

আরও কিছু প্রয়োজনীয় তথ্যর জন্য নীচের লিঙ্ক-এ ক্লিক করুন।
ব্লগ- বাংলাব্লগারু   /   বেঙ্গল আর্ট ইনিশিয়েটিভ

–বাংলাব্লগারু
Posted in আলোচনা, চিত্রকলা, শিল্প, সংবাদ | মন্তব্য দিন | সম্পাদনা

No comments :

Post a Comment