প্রিয় পাঠক/ব্লগার,
আলোর উৎসবে আমোদিত বাঙালী ভাইফোঁটার মতন একটি সেকুলার পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের মত শেষ করলো তার এক্সটেন্ডেড শারদ উৎসবের। ব্যান্ড বাদ্যি কারণবারি ও ধুন্ধুমার শব্দব্রহ্ম নাদের বিকট উল্লাশ সহ আলোর ঝরনা ধারায় ভরিয়ে দিয়ে নিরানন্দ জীবনে একটু আনন্দের একটু উত্তাপের স্পর্শ নেওয়া বাঙালী এবার মেতে উঠবে কর্মের উন্মাদনায়। একটি বছরের জন্য অপেক্ষমান থেকে অনেক স্বপ্ন পূরণের তাগিদে অনেক আড্ডা অনেক তর্ক অনেক শপথ অনেক প্রতিজ্ঞা অনেক দায়িত্ব পালনের প্রচেষ্টায় মগ্ন থাকা বাঙালী সাফল্য ও ব্যর্থতা নিয়ে ‘আবার আসিব ফিরে..’ এই বাঙলায় রচনা করবে নতুন যুগের। আশাহীনতার মধ্যেও খুঁজে নেবে আশার কথা। তার চারদিকে ব্যারিকেড করে থাকা অসংখ্য ‘না’-এর অষ্টপ্রহর কীর্তণকে উৎখাত করে প্রতিষ্ঠা দেবে অসংখ্য ‘হ্যাঁ’-কে – এইটাই আশা রাখে বাংলাব্লগ। অনেক ছন্নছাড়া অবস্থার মধ্যে থেকেও সাম্প্রতিক কালিমা লিপ্ত সহিষ্ণুতার প্রশ্নে সে ‘উচ্চ যেথা শির..’ ও ‘যত মত তত পথ’ এর মতন বহুত্ববাদীতায় আস্থা রাখতে পেরেছে এটাই অনেক বড় কথা। ইতরের আচরণ থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে। শুধু ‘অর্থ নয়, যশ নয়, খ্যাতি নয়..’ এক ‘অপার বিস্ময়’-এর দিকে ধাবিত হতে গেলে যে চিন্তা চেতনা লাগে তা আজও অটুট – আমরা আশাবাদী।
গতবারের মত বহু পাঠক ব্লগার এবারেও ভীড় করছেন বাংলাব্লগে। বাংলাব্লগ টিম অন্য একটি কাজে ব্যস্ত থাকায় এক্সটেন্ডেড শারদ উৎসব নিয়ে নতুন কোনও লেখা প্রকাশ করতে পারে নি। এর জন্য তারা বিশেষ ভাবে দুঃখিত। তবে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। উৎসব শেষ হয়েও শেষ হল না। বাড়তি ফাউ হিসাবে শুরু হয়ে গেছে সিনেমা প্রেমী মানুষদের জন্য (যাদেরকে দেখার জন্য জাঁ লুক গোদার-এর মতন পরিচালকও উৎসুক ছিলেন) কলকাতা চলচ্চিত্র উৎসব আর এর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে বাঙালীর প্রিয় বইমেলা। এগুলো বাঙালীর অন্যতম সেকুলার উৎসব। সুতরাং মা ভৈঃ!
বিশ্বের অন্যতম শহর শিল্পকলার শহর সাহিত্যের শহর উদারতার শহর প্রেমের শহর সেই প্যারিসের উপর আক্রমণ শানিয়ে হত্যাকান্ড সংঘটিত করার পৈচাশিক আনন্দকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে বাংলাব্লগ। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা ব্যথিত দুঃখিত! আশাকরি সমগ্র বিশ্ব এই লাঞ্ছনার হাত থেকে মুক্ত হবে।
সবাইকে আলোর উৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানাই। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন সাবধানে থাকুন! ধন্যবাদ!!
–বাংলাব্লগ টিম
চারদিকে ব্যারিকেড করে থাকা অসংখ্য ‘না’-এর অষ্টপ্রহর কীর্তণকে উৎখাত করে প্রতিষ্ঠা দেবে অসংখ্য ‘হ্যাঁ’-কে
আলোর উৎসবে আমোদিত বাঙালী ভাইফোঁটার মতন একটি সেকুলার পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের মত শেষ করলো তার এক্সটেন্ডেড শারদ উৎসবের। ব্যান্ড বাদ্যি কারণবারি ও ধুন্ধুমার শব্দব্রহ্ম নাদের বিকট উল্লাশ সহ আলোর ঝরনা ধারায় ভরিয়ে দিয়ে নিরানন্দ জীবনে একটু আনন্দের একটু উত্তাপের স্পর্শ নেওয়া বাঙালী এবার মেতে উঠবে কর্মের উন্মাদনায়। একটি বছরের জন্য অপেক্ষমান থেকে অনেক স্বপ্ন পূরণের তাগিদে অনেক আড্ডা অনেক তর্ক অনেক শপথ অনেক প্রতিজ্ঞা অনেক দায়িত্ব পালনের প্রচেষ্টায় মগ্ন থাকা বাঙালী সাফল্য ও ব্যর্থতা নিয়ে ‘আবার আসিব ফিরে..’ এই বাঙলায় রচনা করবে নতুন যুগের। আশাহীনতার মধ্যেও খুঁজে নেবে আশার কথা। তার চারদিকে ব্যারিকেড করে থাকা অসংখ্য ‘না’-এর অষ্টপ্রহর কীর্তণকে উৎখাত করে প্রতিষ্ঠা দেবে অসংখ্য ‘হ্যাঁ’-কে – এইটাই আশা রাখে বাংলাব্লগ। অনেক ছন্নছাড়া অবস্থার মধ্যে থেকেও সাম্প্রতিক কালিমা লিপ্ত সহিষ্ণুতার প্রশ্নে সে ‘উচ্চ যেথা শির..’ ও ‘যত মত তত পথ’ এর মতন বহুত্ববাদীতায় আস্থা রাখতে পেরেছে এটাই অনেক বড় কথা। ইতরের আচরণ থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে। শুধু ‘অর্থ নয়, যশ নয়, খ্যাতি নয়..’ এক ‘অপার বিস্ময়’-এর দিকে ধাবিত হতে গেলে যে চিন্তা চেতনা লাগে তা আজও অটুট – আমরা আশাবাদী।
গতবারের মত বহু পাঠক ব্লগার এবারেও ভীড় করছেন বাংলাব্লগে। বাংলাব্লগ টিম অন্য একটি কাজে ব্যস্ত থাকায় এক্সটেন্ডেড শারদ উৎসব নিয়ে নতুন কোনও লেখা প্রকাশ করতে পারে নি। এর জন্য তারা বিশেষ ভাবে দুঃখিত। তবে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। উৎসব শেষ হয়েও শেষ হল না। বাড়তি ফাউ হিসাবে শুরু হয়ে গেছে সিনেমা প্রেমী মানুষদের জন্য (যাদেরকে দেখার জন্য জাঁ লুক গোদার-এর মতন পরিচালকও উৎসুক ছিলেন) কলকাতা চলচ্চিত্র উৎসব আর এর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে বাঙালীর প্রিয় বইমেলা। এগুলো বাঙালীর অন্যতম সেকুলার উৎসব। সুতরাং মা ভৈঃ!
বিশ্বের অন্যতম শহর শিল্পকলার শহর সাহিত্যের শহর উদারতার শহর প্রেমের শহর সেই প্যারিসের উপর আক্রমণ শানিয়ে হত্যাকান্ড সংঘটিত করার পৈচাশিক আনন্দকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে বাংলাব্লগ। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা ব্যথিত দুঃখিত! আশাকরি সমগ্র বিশ্ব এই লাঞ্ছনার হাত থেকে মুক্ত হবে।
সবাইকে আলোর উৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানাই। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন সাবধানে থাকুন! ধন্যবাদ!!
–বাংলাব্লগ টিম
Posted in আলোচনা, বাংলাব্লগ, সংবাদ
Tagged 'অপার বিস্ময়', 'অর্থ নয়, ‘আবার আসিব ফিরে..’, ‘উচ্চ যেথা শির..’ ও ‘যত মত তত পথ’, আলোর উৎসব ও অন্যান্য, আলোর উৎসব ও দীপাবলির শুভেচ্ছা, আলোর উৎসবে আমোদিত বাঙালী, উত্তাপের স্পর্শ নেওয়া বাঙালী, এক্সটেন্ডেড শারদ উৎসব, কলকাতা চলচ্চিত্র উৎসব, খ্যাতি নয়..', চারদিকে ব্যারিকেড করে থাকা অসংখ্য ‘না’-এর অষ্টপ্রহর কীর্তণকে উৎখাত করে প্র, চিন্তা চেতনা, জাঁ লুক গোদার, তেরো পার্বণ, পৈচাশিক আনন্দকে তীব্র ভাষায় ধিক্কার, প্যারিসের উপর আক্রমণ, প্রিয় পাঠক/ব্লগার, বইমেলা, বহুত্ববাদীতা, বাংলাব্লগ, বাংলাব্লগ টিম, বিষয়ঃ প্রসঙ্গ দীপাবলি, ব্যান্ড বাদ্যি কারণবারি ও ধুন্ধুমার শব্দব্রহ্ম, ভাইফোঁটা, যশ নয়, সমগ্র বিশ্ব, সহিষ্ণুতা, সিনেমা প্রেমী, সেকুলার উৎসব, সেকুলার পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে
মন্তব্য দিন
No comments :
Post a Comment